বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মেনন

নিউজ নাইন২৪, ঢাকা: বিদেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত প্রাক-বাজেট (২০১৬-২০১৭) আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশকে এক সময় প্রাকৃতিক দুর্যোগের দেশ মনে করা হতো উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আর সে সময় নেই। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এগিয়েছে। জিডিপিতে সাতের ঘর অর্জিত হয়েছে।’

তিনি বলেন, ‘পাকিস্তান, আফগানিস্তানের মতো উগ্রবাদ-জঙ্গিবাদ কোনো কিছুই এ দেশে নেই। বাংলাদেশকে নিয়ে বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচার পর্যটন সংশ্লিষ্ট সবাইকে রুখে দিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘পর্যটনশিল্প নিয়ে উদ্যোগ যতটুকু নেয়া হয়েছে, সেগুলোকে উপলব্ধি করা হয়নি। সম উপলব্ধি ছাড়া পর্যটন শিল্পের বিকাশ সম্ভব না। পর্যটনশিল্পের বিকাশে এ খাত সংশ্লিষ্ট সবাইকে গৃহীত উদ্যোগগুলো উপলব্ধি করতে হবে।’

অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টট ফোরামের সভাপতি নাদিরা কিরণের সঞ্চালয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান। এছাড়া, পর্যটনশিল্প বিশেষজ্ঞরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।