বাঁশখালীর ইউএনও ও ওসির অপসারণের দাবী এলাকাবাসীর

নিউজ নাইন২৪ডটকম, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে গুলিতে চারজন নিজতের ঘটনায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান ও ওসি স্বপন কুমার মজুমদারের অপসারণ দাবি করেছে গন্ডামারা এলাকার জনগণ।

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের সাথে ‘গ-ামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’র নের্তৃবৃন্দ ও এলাকাবাসীর এক মতবিনিময় সভায় এ দাবি করা হয়।

এলাকাবাসী বলেন, কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ডাকা হয়েছিলো তিনদিন আগে। ৪ এপ্রিল বেলা ১২টায় শুনতে পাই তথাকথিত বিরোধী পক্ষ সমাবেশ ডেকেছে, আর ৩টায় জনগনের উপর গুলি চালিয়েছে পুলিশ। এরপর বলা হচ্ছে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই দিন ১৪৪ ধারা জারি করার মত পরিস্থিতে ছিলো কিনা? কার ইন্ধনে এ ঘটনা ঘটানো হলো? অনভিজ্ঞ লোকের কারণে ওই দিনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তাই আমরা অনভিজ্ঞ ইউএনও ও ওসির অপসারণ চাই।