‘প্রমাণ হয়েছে স্বাস্থ্যখাত লুটপাটের ক্ষেত্র’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, লকডাউনের পরীক্ষা ও চিকিৎসাকে কেন্দ্র করে স্বাস্থ্যখাতে সীমাহীন চুরি, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি ও অব্যবস্থাপনা গোটা স্বাস্থ্য ব্যবস্থার লাগামহীন নৈরাজ্যকেই জনগণের সামনে নিয়ে এসেছে। ‘জেকেজি-রিজেন্ট’ প্রমাণ করেছে স্বাস্থ্যখাত লুটের ক্ষেত্র। সোমবার আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা বলেন, দুর্নীতি আর প্রতারণার এসব ঘটনা দেশের মানুষকে চরমভাবে হতাশ ও বিক্ষুব্ধ করে তুলছে। যে সমাজ ও রাষ্ট্র রাজনীতিতে সৎ ও মেধাবীদের মূল্যায়ন না করে অর্থকে সর্বশেষ যোগ্যতার মাপকাঠি হিসেবে ধারণ করে। সেই সমাজে মামুন, সাহেদ, পাপিয়া, জিকে শামীম, সাবরিনাদের জন্মারোধ করা সম্ভব নয়।