পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে রোববার

পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে রোববার

নিউজ ডেস্ক: ঢাকা: ব্যাংকের সঙ্গে সমন্বয় করে রোববার (৮ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে ব্যাংকের লেনদেনের সময় বাড়ায় পুঁজিবাজারে লেনদেনও সকাল ১০ থেকে আড়াইটা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে ৮ আগস্ট পুঁজিবাজারও বন্ধ থাকছে। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না। তাই পুঁজিবাজারও বন্ধ থাকছে।

আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, সোম ও মঙ্গলবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেন সময় বাড়ানোর কারণে পুঁজিবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।