পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল : পরিচালক সুজন বড়ুয়া রিমান্ডে

পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল : পরিচালক সুজন বড়ুয়া রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকা থেকে সাইবার পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার চলচ্চিত্র পরিচালক সুজন বড়ুয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার নাদিয়া ও সুজনকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

গত রোববার রাতে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, নাদিয়া প্রিয়াকে একজন প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেন সুজন বড়ুয়া। পরে প্রযোজক ও নাদিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নাদিয়া কৌশলে প্রযোজকের গোপন ভিডিও ধারণ করে রাখে। এরপর থেকে একটি ফেসবুক আইডি থেকে নাদিয়া প্রযোজককে ব্ল্যাকমেইল করা শুরু করেন।

এই ঘটনায় ভাটারা থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

অভিযানের নেতৃত্ব দেয়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেছে, তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ব্ল্যাকমেইলকৃত আইডি ও অশ্লীল ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তারা অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।