পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ মুসলমানদের জন্য নয় : এরদোগান

নিউজ নাইন, ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ মুসলমানদের জন্য নয়। তুরস্কের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি মায়েদেরই নিশ্চিত করতে হবে। সোমবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জনসংখ্যা বাড়ানো প্রয়োজন। লোকজন জন্মনিয়ন্ত্রণের কথা বলে, পরিবার পরিকল্পনার কথা বলে। কোনো মুসলমান পরিবারই এটা গ্রহণ করতে পারে না। আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন আমরা সেই পথে চলব। এ ক্ষেত্রে প্রথম দায়িত্বটিই বর্তায় মায়েদের ওপর।’

এর আগে ২০১৪ সালে জন্মনিয়ন্ত্রণকে ‘রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য’ বলে অভিহিত করেছিলেন এরদোগান। এই জন্মনিয়ন্ত্রণের ফলে একটি প্রজন্ম ধ্বংসের মুখে রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

তুরস্কের জনসংখ্যা বর্তমানে প্রায় সাড়ে ৭ কোটি। এরদোগান-এমিনি দম্পতির দুটি কন্যা ও দুটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে নারীবাদী সংগঠনগুলো এরদোগানের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। স্টপ ভায়োলেন্স অ্যাগেইনস্ট ওম্যান নামে একটি সংগঠন টুইটারে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘আপনি আমাদের জন্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিতে পারেন না। আমরা আমাদের অধিকার রক্ষা করব।’