পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ নাইন, ডেস্ক: প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এদিনে মারা গিয়েছিলেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। খবর বাসস।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে জন্ম নেন ড. ওয়াজেদ মিয়া।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া আণবিক শক্তি গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার গবেষণাকর্মের পরিধি ছিল বিস্তৃত।

এদিকে ড. ওয়াজেদের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।