পদ্মা সেতুর ৩৩ ভাগ কাজ সম্পন্ন : ওবায়দুল কাদের

নিউজ নাইন২৪ডটকম, মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী মে মাস থেকে কাজের গতি আরো বাড়বে। সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে। তিনি বলেন, পদ্মা সেতুর বিষয়ে যাতে অতিকথন না হয় এজন্য প্রতি ২ মাস অন্তর কাজের অগ্রগতি সাংবাদিকের অবগত করা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রি. জে. হামিদুর হক ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।