নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ নাইন২৪, ঢাকা: সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি কারা কর্তৃপক্ষের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জামায়াত আমিরের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় সোমবার প্রকাশের পর এখন বিধি অনুযায়ীই দণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।

সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দণ্ড কার্যকর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান কামাল বলেন, কাশিমপুর থেকে ঢাকায় আনার মানে এই নয় যে এখনই ফাঁসির দণ্ড কার্যকর হবে।

“যে ফরমালিটিজ আছে। তার (নিজামীর) দণ্ডাদেশ আসতে হবে আমাদের কাছে, পূর্ণাঙ্গ রায় আসতে হবে। পূর্ণাঙ্গ রায় আসার পর আমাদের আরও অনেক নিয়ম-কানুন আছে। সেগুলো পালন করেই রায় কার্যকর করা হবে।”

মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব ঠিক আছে।”