বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

শিক্ষানীতি ২০১০

নিউজ নাইন২৪, ঢাকা: শিক্ষানীতি-২০১০ এবং শিক্ষা আইন-২০১৬ বাতিল এবং বিতর্কিত সিলেবাস বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৬ মে) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ৫ সদস্যদের প্রতিনিধিদল এই স্মাকরলিপি দেন।

স্মাকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আব্দুর রাজ্জাক। প্রতিনিধিদলের অপর ৪ সদস্য হলেন- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, দলটির আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও মাহবুবুল আলম।

এর আগে পূর্বঘোষিত কর্মসূটির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সমাবেত হন। সেখান থেকে মিছিলসহকারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদম ফোরায় পুলিশ তাদের গতিরোধ করে। পরে পুলিশ দলটির ৫ প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান।

গতকাল রোববার একই দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।