নতুন তেল শোধনাগার নির্মাণ, কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

 

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: দেশের একমাত্র তেল শোধনাগার রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের নির্মাণে প্রকল্প পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে ভারতের সরকারি এক প্রকৌশল সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির কার্যালয়ে মঙ্গলবার পরামর্শক নিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোসলেহ উদ্দিন ও ভারতের পক্ষে ইআইএল-এর নির্বাহী পরিচালক (মার্কেটিং) উপেন্দ্র মহেশ্বরী চুক্তিতে সই করে।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসময় উপস্থিত ছিলেন। ১১০ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পরামর্শক হিসেবে ইআইএল তিন বছরের মধ্যে এই তেল শোধনাগারের নির্মাণকাজ শেষ করবে বলে জানানো হয়।

পরে নসরুল হামিদ বলেন, ৩০ লাখ টন তেল শোধন ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটির নির্মাণকাজ শেষ হলে দেশের জ্বালানি চাহিদার ৭৬ শতাংশ পূরণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে জানানো হয়, পরামর্শক নিযোগের কারিগরী কমিটি পরামর্শক প্রতিষ্ঠান চেয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিলে মোট ১৬টি প্রতিষ্ঠান ইচ্ছাপত্র দাখিল করে।

কারিগরি মূল্যায়নে ১৬টির মধ্যে সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত দরদাতা হিসেবে ইআইএলকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়। ইস্টার্ন রিফাইনারী লিমিটেড ১৫ লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতা নিয়ে ১৯৬৮ সালে যাত্রা শুরু করে।