জাতীয় কবির জন্মবার্ষিকীতে ত্রিশালে ৩ দিনব্যাপী ব্যাপক প্রস্তুতি

নিউজ নাইন২৪, মংমনসিংহ: ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

বিদ্রোহী কবির স্মৃতিঘেরা ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মঞ্চে জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়।

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার (২৫ মে) বেলা ৩টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার।

স্বাগত বক্তব্য রাখবেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন। নজরুল স্মারক বক্তৃতা করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকি।

দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাবেক সংসদ সদস্য রেজা আলী।

সভাপতিত্ব করবেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।
সমাপনী দিনে শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এমপি।

বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এম.আমান উল্লাহ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকি। প্রতিদিনই অনুষ্ঠান শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।