দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পাকিস্তান, ওমান সম্মত

আন্তার্জাতিক ডেস্ক:পাকিস্তান সফররত ওমানের বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাতার আলি মাতার আল-ওবাইদানি সাম্প্রতিক বছরগুলো পাকিস্তান বিমান বাহিনীর পেশাদারিত্ব ও অর্জনগুলোর প্রশংসা করেছেন।

সোমবার ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খানের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

তাদের আলোচনায় পেশাগত স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়।

ওমানের রয়্যাল এয়ারফোর্সকে এভিয়েশন ও সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে সহায়তা ও সহযোগিতা প্রদানের প্রস্তাব দেন পাকিস্তান বিমানবাহিনী প্রধান।

উভয় পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরো বৃদ্ধির ব্যাপারে সম্মত হন।

এর আগে ওমানের বিমানবাহিনী প্রধান ইসলামাবাদে বিমান বাহিনীর সদর দফতর পরিদর্শন করেন। তিনি সেখানে পৌছলে পাকিস্তান বিমানবাহিনীর একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পাকিস্তান বিমান বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে ওমানের রয়্যাল এয়ার ফোর্সের প্রধান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।