দায়িত্ববোধ থেকেই বর্ষবরণে বিধি-নিষেধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার বিকালে পহেলা বৈশাখকে সামনে রেখে রমনা বটমূলে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নববর্ষের অনুষ্ঠানের সময় কমিয়ে ৫টা পর্যন্ত করায় বছর ধরে এই উৎসবের অপেক্ষায় থাকা অনেকেই এর সমালোচনা করছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “দেখেন, এটা উৎসবের দিন। তারা (যারা বিরোধী প্রতিক্রিয়া জানাচ্ছে) আরও উৎসব চায়, এটাই স্বাভাবিক।

“নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব মনে করেই কিছু কিছু বিধি-নিষেধ আমরা আরোপ করেছি।”

বিকাল ৫টার মধ্যে উৎসব শেষ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, “সন্ধ্যার আগেই যেন এখান থেকে সবাই চলে যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আমরা সবাইকে এই আবেদনটাই রাখব যেন তারা আমাদের সহযোগিতা করেন।”

সাধারণ মানুষের নিরাপত্তায় সারাদেশেই নানা কর্মপদ্ধতি ও আয়োজন রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

গত বছর পহেলা বৈশাখে ভিড়ের মধ্যে টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ফটকের কছে একদল যুবক যৌন নিপীড়ন করে নারীদের।

এবারের বর্ষবরণের অনুষ্ঠানে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে, সেই সঙ্গে মুখোশ পরাও নিয়ন্ত্রণ করার ঘোষণা এসেছে।

সব ধরনের প্রস্তুতি শেষ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নিরাপদে দিনটি উপভোগ করতে সব ধরনের নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে।

“আমরা শুধু ক্যামেরা রাখিনি। আমরা সমস্ত কিছু কন্ট্রোলে রাখার জন্য পুরো এলাকা (রমনা, সোহরাওয়ার্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয়) মাইকের আওতায় নিয়ে আসছি।”

সিসি ক্যামেরায় দেখে নিয়ন্ত্রণকক্ষে বসেই মাইকে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।