থানা হবে জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক

নিউজ নাইন২৪, ঢাকা: থানা হবে জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। আপরাধীদের জন্য এটা হবে আতঙ্কের স্থান।

শনিবার বিকেলে আফতাবনগরে থানার সেবার মান সম্পর্কে বলতে গিয়ে পুলিশের উদ্দেশে এমন নির্দেশনা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপির এ বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে পুলিশের গুলশান বিভাগ।

ডিএমপি কমিশনার বলেন- ‘আমি আপনাদের মাঝে বিট পুলিশিংয়ের নিমন্ত্রণ নিয়ে হাজির হয়েছি। আমি চাই সমস্ত ঢাকা মহানগরীর প্রত্যেকটি এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে পুলিশ ও জনগনের মধ্যে একটি শক্তিশালী মেলবন্ধন তৈরি হোক। যে মেলবন্ধনের মাধ্যমে জনতা ও পুলিশের পারস্পরিক ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সে সবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।’

এসময় ডিএমপি কমিশনার জনগণের আস্থা অর্জন সম্পর্কে বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ করে বা বাধ্য করে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে চাই না, আমরা সুন্দর ব্যবহার ও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। জনগণেই আমাদের মূল ভরসা। তাই বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনসাধারণকে একটি বার্তা দিতে চাই সেটি হলো-আপনারা আমাদের সহযোগিতা করুন, তথ্য দিন এবং পুলিশের পাশে এসে দাঁড়ান, পুলিশ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে, আপনাদের সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করবে।’

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাক আহমেদ খান বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন।