চেক জালিয়াতিতে রাজউক পরিচালক গ্রেপ্তার

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: চেক জালিয়াতির অভিযোগে এক ব্যক্তির দায়ের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

দুদক সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শফিকুর রহমানকে রাজধানীর রমনা থানায় রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

সূত্র আরো জানায়, গত বছরের জুলাই মাসে চেক জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশান থানায় একটি মামলা হয় (মামলা নম্বর ১২)। তদন্তের জন্য মামলাটি দুদকে আসে। উপপরিচালক এস এম রফিকুল ইসলাম মামলাটির তদন্তের দায়িত্ব পান। মামলার তদন্তের প্রয়োজনে শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।