চাটমোহরে ভোটের ফল ঘোষণায় সংঘর্ষ, গুলিতে নিহত ১

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফল ঘোষণাকে কেন্দ্র করে গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হোসেন (৫২) ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর সাংবাদিকদের বলেন, ভোট গণনা শেষে একজন সদস্য প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি তুলেছিলেন। এ নিয়েই দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ওই সদস্য প্রার্থীর সমর্থকদের ঝামেলা তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাহী হাকিমের নির্দেশে ১১টি গুলি ছোড়েন।