চাকরি হারিয়ে ইউরোপ থেকে ফিরছে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: করোনায় বিপর্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরা এখন কঠিন সময় পার করছেন। ইতোমধ্যে অনেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে। এমন অবস্থায় সেখানে থাকা প্রবাসীদের নানা সংকট দেখা দিলে বাধ্য হয়েই দেশে ফিরে আসছেন অনেকে।

আবার চাকরি হারানো অনেকেই অপেক্ষা করছেন, হয়তো বা তারা ফিরে পেতে পারেন তাদের কাজ। কিন্তু ইতালি ও ইউরোপের অবস্থা শ্রমিকদের জন্য এখন মোটেই সুবিধাজনক নয় বলে জানা গেছে।

জানা যায়, করোনার আক্রমণে পুরো ইউরোপে ১ কোটি ৬২ লাখ ৩৬ হাজার মানুষ চাকরি হারিয়েছে। এর মধ্যে ইউরোজোনের রয়েছে ১ কোটি ৩১ লাখ। শুধু ইতালিতে চাকরি হারানোর মানুষের সংখ্যা ৪২ লাখ ৯৫ হাজার অতিক্রম করেছে। যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ৪০ হাজারেরও বেশি। এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা নতুন করে আশার আলো দেখছেনা।

এ বিষয়ে প্রবাসী এক বাংলাদেশি জানান, এখানে অনেক বাংলাদেশি আছেন, যারা চাকরি হারিয়েছেন। এজন্য বেশিরভাগ প্রবাসীই বাংলাদেশে ফেরত যাচ্ছে। আরেকজন বলেন, অনেকেরই কর্মসংস্থান নেই। এ জন্য এ বছর রেমিটেন্সের পরিমাণও অনেক কমে যাবে।