চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় সাত ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার পোস্ট অফিস মোড়, থানার হাট, এস আলম গেট সংলগ্ন এলাকায় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও ড্রাগ অ্যাক্ট, ১৯৪০-এর আওতায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া অভিযান পরিচালনাকালে ফার্মেসিগুলোকে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ, সরকার ঘোষিত প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ ওষুধ, চিকিৎসক স্যাম্পল বিক্রি করার বিষয়ে সতর্ক করা হয়।