গ্রিসের দুই দ্বীপের কাছে তুরস্কের সামরিক মহড়া নিয়ে উত্তেজনা

তুরস্কের সামরিক মহড়া নিয়ে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে গ্রিসের দুটি দ্বীপের কাছে তুরস্কের নৌ মহড়াকে ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

গ্রিস সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেয়ার কথা বললেও তেল-গ্যাস অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে তুরস্ক ৷

গত সপ্তাহে লিবিয়ায় তুরস্কের প্রতিপক্ষ মিসরের সঙ্গে গ্রিস সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর দৃশ্যপট বদলে যায়৷ এরপর ‘সমুদ্রচুক্তি’ কার্যকারিতা হারিয়েছে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়।

গ্রিসের দুটি দ্বীপের কাছে দু’দিনব্যাপী নৌ মহড়া চালিয়ে তুরস্ক মূলত এ সিগন্যাল দিয়েছে যে, সম্প্রতি মিসরের সঙ্গে গ্রিস যে চুক্তি করেছে আংকারা তা মানবে না।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর এবং সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে উঠে।