গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত দুই

নিউজ নাইন২৪ডটকম, সাভার : আশুলিয়ায় একটি সিএনজি স্টেশন থেকে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকার ডেল্টা সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের একজনের নাম শামীম (৩০)। তিনি ওই সিএনজি স্টেশনের নজেলম্যান। নিহত অপর যুবকের নাম সজল। বয়স আনুমানিক ২৬ বছর। গুরুতর আহত অবস্থায় সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল থেকে এনাম মেডিকেলে নেওয়ার পথে সন্ধ্যার দিকে মারা যান তিনি। এই ঘটনায় আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডেল্টা সিএনজি স্টেশনের নজেলম্যান শামীম একটি প্রাইভেটকারে গ্যাস দেওয়ার সময় বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় ঘটনাস্থলেই শামীম মারা যায়। পাশে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের ৩ যাত্রী গুরুত্বর আহত হয়। পরে তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনেক ভর্তি করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।