ক্লাসে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে জানানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের বেশি যেসব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে তাদের তথ্য দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এই নির্দেশ দেয়া হয়।
পরে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করে। আদেশে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তালিকা করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের মাঠের কাছে হামলার ঘটনা ঘটে। দুই স্থানে হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের অনেকেই বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন।