ফের কোরবানীর জন্য ৫২৮ স্পট নির্ধারণ: কসাইয়ের তালিকা প্রস্তুত

সচিবালয়ে কোরবানির জবাই স্পট নির্ধারণ সিদ্ধান্ত

নিউজ নাইন২৪, ঢাকা: গত বছরের কোরবানীতে সরকারের যে সিদ্ধান্তটি গণমানুষের দ্বারে  বিতর্ক ও সমালোচনা ঝড় সৃষ্টি করে সেই সিদ্ধান্ত নেয়া হলো এ বছরও। এবছরও কোরবানির পশু জবাইয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। ২৭৫ কসাই এখানে কাজ করবে। ৩৬০ জন ইমামও রয়েছে তালিকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। এখানে ৩৩৬ জন ইমাম ও ২০৫ জন কসাইয়ের তালিকা করা হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আসন্ন কুরবানিতে পশু জবাই নিশ্চিত করার জন্য নির্ধারিত স্থান নির্বাচন সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।

সচিব জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩৮৭টি স্থান, ৭৫০ জন ইমামের তালিকা করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনে ১৫৫টি স্থান, ১৭০ জন ইমাম এবং ১৫০ জন কসাইয়ের তালিকা করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১৯০টি স্থান এবং ২৯০ জন ইমামের তালিকা করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনে ১৫০টি স্থান এবং ২৫০ জন ইমামের তালিকা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনে ২৭টি স্থান এবং ৭৫০ জন ইমামের তালিকা করা হয়েছে। আব্দুল মালেক বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় নাগরিকদের সুবিধা হয় এমন স্থানে কুরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হবে। যারা পশু কুরবানি দেবেন তারা ধীরে ধীরে নির্দিষ্ট স্থানে পশু কুরবানি দিতে অভ্যস্ত হয়ে উঠবেন।’

সচিব আরও বলেন, ‘গতবছর আমরা প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে পশু কুরবানি দিয়েছি। এবার দ্বিতীয়বারের মতো নির্দিষ্ট স্থানে পশু কুরবানি দেয়া হবে। এভাবে প্রতি বছর চলবে। এভাবে একটা সিস্টেমে দাঁড়াবে। তবে কাউকে জোর করা হবে না নির্ধারিত স্থানে পশু কুরবানি দিতে।’