এসএসসি ফল প্রকাশ ১১ মে

নিউজ নাইন২৪, ঢাকা: চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সাড়ে ১৬ লাখ শিক্ষার্থীর ফলাফলের অপেক্ষার প্রহর গোনার শেষ হচ্ছে ১১ মে। শিক্ষা সচিব সোহরাব হোসাইন সোমবার বিকালে জানান, ওইদিন সব বোর্ডের ফল একযোগে ঘোষণা করা হবে।  আগামী ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৪ মার্চ।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ম অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে পাবলিক পরীক্ষার ফলাফলের একটি কপি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেয়া হয়। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।