এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার

এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় রাজধানীর গুলশানের বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে আদালতে নেয়া হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। এই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গুলশান থানা পুলিশ জানায়, আব্দুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলাটি করেন বজলুর রশীদ নামের এক ব্যক্তি। এ মামলায় আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, প্রতারণার অভিযোগে আদালতে দায়ের করা মামলায় আবদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে আদালতে পাঠানো হবে।