ইসলামি প্রকাশনাগুলো বৈষম্যের শিকার বই মেলায়

ডেস্ক: মাকতাতুল ইসলাম প্রকাশনীর প্রকাশক মাওলানা আহমদ গালিব বই মেলায় অংশ নেয়ার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, একজন প্রকাশক হিসেবে আমিও এ মেলায় অংশগ্রহণ করতে আগ্রহবোধ করি। আমিও চাই, সর্বশ্রেণির পাঠকরা আমাদের প্রকাশিত বইগুলো দেখুক। কিন্তু আমি মনে করি, আমার মতো যারা ইসলামি প্রকাশক রয়েছে, তাদের মেলায় অংশগ্রহণ করাটা কর্তৃপক্ষ চায় না। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিচিত হয় নতুন বইগুলোর সাথে।
অথচ প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও আমাদের বইগুলো পাঠকদের দেখাতে পারি না। মেলায় স্টল পাওয়ার জন্য একটি ইসলামি প্রকাশনাকে অনেক লবিং করতে হয়, তবু তেমন সাড়া পাওয়া যায় না। তাই ঝামেলা এড়াতে বেশিরভাগ প্রকাশকই এখন আর আগ্রহ দেখান না। এ বছর মেলায় বাংলাবাজারের ইসলামি টাওয়ার থেকে এক দুটি প্রকাশনী অংশ নিতে পেরেছে। অথচ আগে আমরা বইমেলায় কিছু ইসলামি স্টল দেখতাম। এখন সে সুযোগটুকু আমরা পাচ্ছি না। যার ফলে এখনকার পাঠকরা ইসলামি সাহিত্য ও বইয়ের সঙ্গে পরিচিত হচ্ছে না। এমন অনেক পাঠক আছে যারা সারা বছরের বইমেলা থেকে সংগ্রহ করে। আমি মেলা কর্তৃপক্ষের কাছে দাবি জানাব, আমাদের দেশে যে বিশাল সংখ্যক ধর্মীয় পাঠক রয়েছে, তাদের চাহিদা বিবেচনা করে ইসলামি প্রকাশনাগুলোকে একুশের বইমেলার অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।