ইরান থেকে সিমেন্টের প্রথম চালান গেল সংযুক্ত আরব আমিরাতে

ইরান থেকে সিমেন্টের প্রথম চালান গেল সংযুক্ত আরব আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে সিমেন্টের প্রথম চালান পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের বন্দর ও সমুদ্র সংস্থার প্রধান বেহরুজ আকায়ি আজ (বৃহস্পতিবার) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানাকে এ তথ্য জানিয়েছেন।

বেহরুজ আকায়ি জানান, ৯০০ টন সিমেন্ট নিয়ে ইরানি জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরে নোঙ্গর করেছে। তিনি জানান, সময় এবং খরচ কমানোর জন্য সিমেন্টগুলো সরাসরি ট্রাক থেকে জাহাজে বোঝাই করা হয়েছে।

বেহরুজ আকায়ি বলেন, সিস্তান-বালুচিস্তান খনিজ সমৃদ্ধ একটি প্রদেশ এবং সেখানে অনেকগুলো উন্নতমানের সিমেন্টের কারখানা থাকার কারণে এইসব সিমেন্ট এখান থেকে থেকে সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা সহজ হলো।

আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তখন ইরান সিমেন্টের এ চালান প্রতিবেশী আমিরাতে পাঠালো।

-পার্সটুডে