আসামি শনাক্তে কারাগারে বায়োমেট্রিক নিয়ে রুল

আসামি শনাক্তে কারাগারে বায়োমেট্রিক নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক: সপ্রকৃত আসামি চিহ্নিত করতে দেশের সব কারাগারের কয়েদি শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যানিংয়ের মাধ্যমে বায়োমেট্রিক ডাটা পদ্ধতি চালু করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও কারা মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার (২৮ জুন) হাইকোর্টের বিচারক জাহাঙ্গীর হোসেন ও বিচারক আতাউর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।

চট্টগ্রামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত এক আসামির পরিবর্তে অপর একজনের কারাগারে যাওয়ার ঘটনায় মামলা সংক্রান্ত শুনানি নিয়ে এই আদেশ দেয়া হয়।