আবাদানে প্রথমবারের মতো তেল আবিষ্কার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, দেশের খুজিস্তান প্রদেশের আবাদান এলাকায় নতুন তেলের খনির সন্ধান পাওয়া গেছে এবং এই খনিতে অজ্ঞাত পরিমাণ অপরিশোধিত তেলের মজুদ রয়েছে।

জাঙ্গানেহ আজ (বুধবার) এ তথ্য জানিয়ে বলেছেন, আবাদান খনির তেল অত্যন্ত হাল্কা ও উন্নত মানের। তিনি জানান, গতকাল সকাল ১০টার দিকে এ সফলতা আসে এবং আবাদান এলাকায় এই প্রথম ইরান তেলের খনির সন্ধান পেল। আজ মন্ত্রিসভার বৈঠকের পর বিজান জাঙ্গানেহ সাংবাদিকদের এসব তথ্য জানান। আবাদানে এই প্রথমবারের মতো তেলের সন্ধান পাওয়া গেলেও সেখানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ও প্রাচীন তেল স্থাপনা।

জাঙ্গানেহ বলেন, ভূপৃষ্ঠ থেকে ৩,৩৭০ মিটার গভীরে তেলের সন্ধান পাওয়া গেছে এবং সেখানে খননকাজ অব্যাহত থাকবে, যাতে খনির তেলের মজুদ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া। পাশাপাশি তেল উত্তোলন করার সম্ভাব্যতাও যাচাই করা হবে। একইসঙ্গে ইরান এও খতিয়ে দেখবে যে, এটা কোনো আলাদা খনি নাকি পার্শ্ববর্তী ইরাকি খনির অংশ।

সূএ: পার্সটুডে