অতিরিক্ত ফি আদায়: ১২০৯ শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে জবাব না দেয়ায় ১২০৯ শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি আরো বলেন, ৩০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ওই সব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল করা হবে।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে জানান, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বাড়তি ফি নিয়েছে রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে- রাজউক উত্তরা মডেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজ, হলিক্রস কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মিরপুর বাংলা কলেজসহ রাজধানীর নামিদামি অধিকংশ শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষামন্ত্রী আরো জানান, সারা দেশে ৩,০৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসিতে বাড়তি ফি নিয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এসব প্রতিষ্ঠানকে ৭ কর্মদিবসের মধ্যে সব বাড়তি টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, না হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে ৮৩০টি শিক্ষা প্রতিষ্ঠান টাকা ফেরত দিয়েছে, ৯৯৯টি বলেছে তারা টাকা নেয়নি এবং ১২০৯টি প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি।
তিনি আরো জানান, জবাব দেয়নি এমন ১২০৯টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, যারাই আইন-কানুন অমান্য করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।