৪র্থ ধাপের ইউপি নির্বাচন সহিংসতায় নিহত ৪
নিউজ নাইন২৪, ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ সংঘর্ষে আরো শতাধিক ব্যক্তি আহত হওয়ার হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকাল আটটায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর এ সব হতাহতের ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী কুমিল্লা, ঠাকুরগাঁও ও নরসিংদীতে একজন করে নিহত হয়েছেন। এ ছাড়া ফেনী, চট্টগ্রাম, নোয়াখালীতে আরো অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে।
জেলার রায়পুর উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে হোসেন আলী (৫৫) একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলীর বাড়ি মধ্যনগর গ্রামে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিন বলেন, দুর্বৃত্তরা হোসেন আলীকে কুপিয়ে হত্যা করে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাশ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উত্তর চান্দলা বাজারে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের কালডাঙ্গী দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে মাহবুব (২৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মাহবুবকে মৃত অবস্থায় পান চিকিৎসকরা।
এদিকে, রাজশাহীর বাগমারায় শনিবার আওয়ামী লীগের মিছিলে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ ওই মিছিলে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৩০)। তিনি আউচপাড়া ইউনিয়নের সারন্দি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছেন।
স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ আলী জানান, পুলিশের গুলিতে মারা গেছে। তবে কতজন মারা গেছে তা তিনি বলেননি। তিনি দাবি করেন, পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ছয়টায় তার লাশ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।