হিন্দুসেনার হুমকিতে বাতিল হলো গোলাম আলীর দিল্লির জলসা
নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক : হুমকির জেরে আবার পন্ড হলো পাকিস্তানের গজল সম্রাট গোলাম আলীর জলসা। দিল্লির একটি হোটেলে জলসা করার কথা ছিল তার। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী হিন্দুসেনার হুমকির জেরে তা বাতিল করতে বাধ্য হলেন আয়োজকরা।
সোমবার রাজধানী দিল্লির রয়্যাল প্লাজা হোটেলে টেলিভিশন সঞ্চালক সুহিব ইলিয়াসি’র ছবি ‘ঘর ওয়াপসি’র মিউজিক লঞ্চ করার কথা ছিল তার। প্রসঙ্গত, এই ছবিতে সুর দিয়েছেন গজল সম্রাট খ্যাত গোলাম আলী নিজে।
অনুষ্ঠানের যাবতীয় আয়োজনও সারা হয়ে গিয়েছিল। কিন্তু কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুসেনা ও বজরং দলের হুমকির জেরে তা বাতিল করার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
এদিকে, ইভেন্ট বাতিল করার জন্য হিন্দুসেনা প্রধান বিষ্ণু গুপ্তার কাছ থেকে বারবার হুমকি ফোন এসেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন সুহিব ইলিয়াসি।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে মুম্বাইয়ে বাতিল হয়ে গিয়েছিল গোলাম আলীর কনসার্ট। শিবসেনার তুলকালামের জেরে পিছু হটেছিলেন আয়োজকরা। এরপর অবশ্য কলকাতা এবং লখনউয়ে জলসা করেছেন পাক গজল সম্রাট।