সূচক ও লেনদেন বেড়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে
নিউজ ডেস্ক: অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে (৩ থেকে ৭ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
আলোচিত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে দুই দিন পতন আর তিন দিন সূচক উত্থান হয়েছে। আর তাতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে (বাজার মূলধন) প্রায় ছয়শ কোটি টাকা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস-৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ২৭২টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ২২১টির আর অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন অর্থাৎ বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৫৮১ কোটি টাকার বেশি।
ডিএসইর তথ্য মতে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইর বাজার মূলধন ৫৮১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৭৮১ টাকা বেড়ে ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১০৯ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার ৩২৮ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৭০১ টাকা লেনদেন হয়। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার টাকা। অর্থাৎ, আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৬৭ টাকা। যা শতাংশের হিসেবে ১৪ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৮৯২ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ৯৩৭ টাকা। অর্থাৎ, লেনদেন বেড়েছে।
এতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৪৪১পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।