সিলেটের আকস্মিক বন্যার কারণ সম্পর্কে যা জানা গেল

সিলেট: সিলেটে বলা যায় আকস্মিক ভাবেই সৃষ্টি হয়েছে বন্যা। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই মূলত সিলেট জেলার সাতটি উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

এসএম৪০ বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে আসায় নতুন করে পাহাড়ি ঢল আসছে না। যদি ফের অস্বাভাবিক বৃষ্টিপাত না হয়, তাহলে সিলেটের বন্যা কবলিত স্থানগুলোর পানি নামতে থাকবে।

এই বন্যা পরিস্থিতি কাটতে মোটামুটি এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড।