সিরাজগঞ্জ-২ আসনের এমপির বাসায় আগুন, ২ মৃতদেহের পোড়া কঙ্কাল উদ্ধার
সিরাজগঞ্জ: জেলার ২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরির বাসা থেকে দুজনের কঙ্কাল উদ্ধার করা হয়।
অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল রোববার দুপুরের দিকে আন্দোলনকারীরা তার বাসায় হামলা করে। এ সময় ভেতরে থাকা নেতাকর্মীরা দ্রুত বেরিয়ে যান।
এর কিছুক্ষণ পর আন্দোলনকারীরা বাসায় আগুন ধরিয়ে দেয়। রাতে ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ভেতর থেকে দুজনের সম্পূর্ণ পোড়া দেহ বা কঙ্কাল উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে বাইরে হামলা ও অগ্নি সংযোগের সময় তারা ভেতরে আশ্রয় নিয়েছিলেন।
এছাড়া, সিরাজগঞ্জ সদরে সহিংসতায় একজন যুবদল ও একজন ছাত্রদল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম।