পর্যাপ্ত গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদনকে অগ্রাধিকার দেয়া হবে : শিল্প উপদেষ্টা
ঢাকা: দেশের সার কারখানাগুলো দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছে। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে পর্যাপ্ত গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
গতকাল রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আদিলুর রহমান খান। এ সময় তার সঙ্গে ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।
গত কয়েক মাস গ্যাস সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কৃষি খাতের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে সার আমদানি করতে হচ্ছে। এ বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘গ্যাসের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে যদ্দুর করা সম্ভব হয়, আমরা করব। এটা আমরা অগ্রাধিকারের মধ্যে রেখেছি।’
দুর্নীতির বিষয়ে কঠোর হওয়া ছাড়া উপায় নেই—মন্তব্য করে আদিলুর রহমান খান আরো বলেন, ‘এখানে (শিল্প মন্ত্রণালয়) দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না। দুর্নীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এসব অবশ্যই আমলে নেয়া হবে। জনগণের আন্দোলন ও এত মানুষের রক্তের মধ্য দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির বিষয়ে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। অত্যন্ত কঠোর অবস্থান থেকে ছাত্র-জনতার রায় অনুযায়ী কাজ করে যাব।’
দায়িত্ব গ্রহণের পর কোন কাজে অগ্রাধিকার দেবেন—এমন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘গ্যাসের কিছু সমস্যা আছে, ক্ষুদ্র শিল্পেও কিছু বিষয় আছে; এছাড়া কিছু পরিবেশবান্ধব কাজ, যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত শিল্প ও জাহাজ শিল্প খাতকে পরিবেশবান্ধব অবস্থায় নিয়ে যেতে কাজ করা হবে। আমরা প্রতিদিনই বসব এবং কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, তা করব।’
শিল্প মন্ত্রণালয় ও এর সংস্থাগুলোর প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ের কিছু কাজ আছে, সেগুলো পর্যায়ক্রমে করা হবে। শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে লোকসান কমে আসবে বলে আশা করছি।’
দেশের দ্বিতীয় রফতানি খাত চামড়া শিল্পের বিদ্যমান সংকট কাটাতে কী ধরনের পদক্ষেপ নেয়া হবে, তা জানতে চান একজন সাংবাদিক। এ প্রসঙ্গে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতে আমাদের যেসব চ্যালেঞ্জ আছে, সমস্যা আছে; সেগুলো অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করব। এ বিষয়ে উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন, গ্যাসের প্রাপ্যতা না থাকায় ছয় মাস ধরে আমাদের সার কারখানাগুলো বন্ধ। শুধু ঘোড়াশাল পলাশ ইউরিয়া প্রকল্প এখন উৎপাদনে আছে। এছাড়া চামড়া শিল্পনগরীর বিষয়গুলো আছে; এসব বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ঠিক করে আগামীকাল (আজ) থেকেই পুরোদমে কাজ শুরুর জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা।’