সাফাদির সঙ্গে আমার কখনো বৈঠক হয়নি, সে মিথ্যা বলেছে -জয়
নিউজ নাইন, ডেস্ক: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠকের দাবি প্রত্যাখান করেছেন।
ইসরাইলী রাজনীতিবিদ মিথ্যা বলেছেন উল্লেখ করে আজ সকালে জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, সাফাদি যে বিএনপি’র জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে তাতে প্রমাণিত হয়ে যে, সে বিএনপি’র সঙ্গে ষড়যন্ত্রে জড়িত।
স্ট্যাটাসে জয় আরো উল্লেখ করেন, ‘সাফাদির সঙ্গে আমার কখনো বৈঠক হয়নি, ওয়াশিংটনেও না বা অন্য জায়গাতেও না। সে মিথ্যা বলছে।’
এর আগে বিবিসি বাংলার রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মেন্দি এন সাফাদির বৈঠক হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিবিসি বাংলায় রিপোর্ট প্রকাশের দুই দিন পর জয় এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারের বক্তব্য উদ্ধৃত করে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়, সাফাদি বলেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তার অফিসে গত বছর জয়ের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এ বছরের এপ্রিলে দিলøীতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে তার বৈঠক হয়েছে।
জয় বলেন, ‘এটাও খুব লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলে সেই ভুয়া; ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে। এ ঘটনা সংবাদের উৎস হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।’
জয় বলেন, বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে। ‘আমি চাই বিএনপি এবং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাৎ পেয়েছে ও কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে?’
জয় আরো বলেন, ‘প্রথমেই তারা বোকামিপূর্ণ ভুল করেছে কারণ আমি গত ৩-৪ বছরে ওয়াশিংটনে কোন অনুষ্ঠান বা কারও অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে কোথায় তার সাথে আমার সাক্ষাত হতে পারে?’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও সাফাদি ও জয়ের মধ্যে বৈঠকের খবর ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীর ষড়যন্ত্র লুকাতে বিএনপি নেতারা এ নিয়ে নাটক করছে।
সজীব ওয়াজেদ জয় এবং ইসরাইলী ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির মধ্যে বৈঠক নিয়ে বিবিসি বাংলা যে রিপোর্ট প্রকাশ করেছে তার কোন ভিত্তি নেই বরং এটি একটি নাটক। এই রিপোর্টের ব্যাপারে আওয়ামী লীগ বিবিসি বাংলাকে প্রতিবাদ লিপি পাঠাবে। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।