শাহাদাত ফরাজী সাকিবকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজী সাকিব কে গত ১২ ফেব্রুয়ারি রাত ১১ টায় ডিবি কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মানববন্ধন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টেন্ডিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আলকাছ আল মামুন ভূঁইয়া, মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, নাগরিক পরিষদের সহ-সভাপতি শেখ আহমেদ রাজু, ঢাকা মহানগর সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা, ছাত্রনেতা ইখতিয়ার ইমন ও রাসেল মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, গত ১৫ জানুয়ারি মতিঝিলে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতির প্রতিবাদ করতে গিয়ে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হন দেশপ্রেমিক জনতা এবং শাহাদাত ফরাজী সাকিব। দুর্ভাগ্যক্রমে তাকেই আবার মামলারও আসামি করা হয়। অথচ তথাকথিত যে আদিবাসী শব্দের প্রযোগ নিষিদ্ধ, বাংলাদেশে আদিবাসী আছে এ রাষ্ট্রে স্বীকার করে না, যারা রাষ্ট্র বিরোধী কাজে জড়িত, যারা পাঠ্যপুস্তকে এই ন্যাকারজনক ঘটনার জন্ম দিল সে সকল রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দেশপ্রেমিক ছাত্রনেতা শাহাদাত ফরাজী সাকিব কে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হলো। তিনি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে তাঁরনিঃশর্ত মুক্তির দাবি জানান, অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ গোটা দেশ অচল করে দেয়ার হুমকি দেয়া হয়।