শরীয়তপুরে চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ। 

রায়হান উদ্দিন (কার্যনির্বাহী সদস্য) বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামঃ

 

আপনারা সকলেই অবগত আছেন যে শরীয়তপুরে চার সাংবাদিকের উপর হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত চার সাংবাদিক আহত, লাঞ্ছিত এবং ক্যামেরা ভাঙচুর সহ ছিনতাইয়ের শিকার হয়েছেন।

আমি বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবী করছি।

 

ইতি মধ্যে দেখতেছি দেশের বিভিন্ন জায়গা গুলোতে সাংবাদিকদের উপর বারবার হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হচ্ছে । বাংলাদেশ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যত গুলো সংগঠন আছে সব গুলোকে ঐক্য হয়ে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি।

 

আমরা আহবান করতে চাই, মান অভিমান ভুলে, সিনিয়র জুনিয়র বৈষম্য বাদ দিয়ে একজন সাংবাদিকের বিপদে বিপক্ষে না দাড়িয়ে অন্তত পেশার বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। দিন শেষে মনে রাখা উচিত, আপনিও একজন সাংবাদিক। এই পেশার সম্মান রক্ষা করা আপনার, আমার সকলের দায়িত্ব।

 

গণমানুষের প্রতি আহবান রাখতে চাই, সাংবাদিকরা এই সমাজেরই মানুষ। কেউ আপনার ভাই, বন্ধু, আত্মীয়, পাড়া-পড়শী কিংবা আপনার সন্তান বা শুভাকাঙ্খী। এরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভটি মজবুত রাখতে, দেশের সম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নিজের জীবন উৎসগর্গ করতে দ্বিধা করবেনা। এদের নিরাপদ জীবন দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

আসুন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আপনিও আওয়াজ তুলুন। “সাংবাদিক নির্যাতনকে না বলি, দেশের স্বার্থে সাংবাদিকদের সুরক্ষিত রাখি”।