লোডশেডিংয়ে বিপর্যস্ত আগৈলঝাড়ার ৩৫ হাজার গ্রাহক প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঘন ঘন বিদ্যুত্ বিভ্রাট আর দিন ও রাতে ঘণ্টার পর ঘণ্টা ভয়াবহ লোডশেডিং-এ বিপর্যস্ত হয়ে পড়েছে আগৈলঝাড়ার পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের আওতায় ৩৫ হাজার গ্রাহক। গ্রাহক ও প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবি জানালেও বিদ্যুত্ সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্বয়ং বিদ্যুত্ বিভাগ।
এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রবিবার সন্ধ্যায় আস্কর ও বারপাইকা এলাকাবাসীর উদ্যোগে মাহিলাড়া-দুশুমী সড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সেখানে সোহেল মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিক্ষুব্ধরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঙ্গ লাল কর্মকারের অপসারণ দাবি করে বক্তব্য রাখেন স্থানীয়রা।
জোনাল অফিসের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগৈলঝাড়া জোনালের আওতায় গ্রাহকদের বিদ্যুতের চাহিদা রয়েছে সাড়ে ৬ মেগাওয়াট। সেখানে রবিবার সরবরাহ ছিল মাত্র ৩ মেগাওয়াট। চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুত্ সরবরাহ থাকার কারণেই ভয়াবহ লোডশেডিং হচ্ছে। বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষের দাবি মফস্বলের চেয়ে উপজেলা সদরে বিদ্যুত্ সরবরাহ কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। তবে বাস্তবে তা দেখা যাচ্ছে না। পূজা উপলক্ষে নিয়মিত চাহিদার সঙ্গে বাড়তি দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে বলে সূত্র জানায়।
আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঙ্গ লাল কর্মকার জানান, চাহিদার তুলনায় বিদ্যুত্ উত্পাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে।
শৈলকুপায় বিদ্যুত্ অফিসে হামলা-ভাঙচুর
ভ্রাম্যমাণ প্রতিনিধি:অস্বাভাবিক লোডশেডিং-এর প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা বিদ্যুত্ অফিসে হামলা ও ভাঙচুর করেছে একদল লোক। সোমবার সন্ধ্যার পর একদল লোক অফিসে ঢুকে হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি জিডি করা হয়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশান কোম্পানি (ওজোপাডিকো) এর শৈলকুপার আবাসিক প্রকৌশলী শামিম শরীফ বলেন, সন্ধ্যার পর একদল লোক অফিসে চড়াও হয়ে লোডশেডিংএর জন্য উপস্থিত কর্মচারীদের গালাগালি করে। তারপর ভাঙচুর করে চলে যায়। তিনি বলেন, শৈলকুপায় ওজোপাডিকো’র বিদ্যুতের চাহিদা তিন মেগাওয়াট। চাহিদা মত বিদ্যুত্ সরবরাহ পাওয়া যাচ্ছে না। এজন্য লোডশেডিং হচ্ছে। তাদের কিছু করার নেই।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, বিদ্যুত্ অফিসে সোমবার রাতে ৬ -৭ জন লোক হামলা করে পালিয়ে যায়। সেখানে পুলিশ পাঠানো হয়।