আজ রাতে নিজামীর ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ নাইন, ঢাকা: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি আজ রাত সাড়ে ১০টার দিকে কার্যকর করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন আজ রাতেই নিজামীর ফাঁসি কার্যকর করা হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আবেদন না করায় রাতেই ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে আজ রাত সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর সঙ্গে দেখা করে বের হয়েছেন স্বজনরা।
এর আগে নিজামীর ফাঁসি আজ (মঙ্গলবার) রাতেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এদিকে, ইতোমধ্যে নিজামীর সঙ্গে শেষ দেখা করতে আসা তার পরিবারের সদস্যরা দেখা করে কারাগার ছেড়েছেন। কারাগারে এসে পৌঁছেছেন ফাঁসির মঞ্চে কাজ করার জল্লাদ টিম। প্রস্তুত এম্বুলেন্সও।