রমজানের পবিত্রতা রক্ষার্থে মতলবের বদরপুরের লেংটার মেলা বন্ধ চায় এলাকাবাসী

জেলা সংবাদদাতা:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে প্রতি বছরের মতো এবারও বিতর্কিত “লেংটার মেলা” অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ চৈত্র থেকে শুরু হতে যাওয়া ৭ (সাত) দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে মাদক ব্যবসা, অসামাজিকতা এবং নানা অপকর্মের আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেলায় লোকজন হেরা রোজা-রমজান কিছু মানে না। প্রকাশ্যে খানাপিনা সিগারেট থেকে শুরু করে রমজান মাসেও চলে গাঁজার আসর ।
অসামাজিক কার্যকলাপ :
মেলার বিভিন্ন জায়গায় নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসর বসে। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে এলাকাবাসী মনে করছেন, এবারও এমনটাই হবে।
মাদকের সহজলভ্যতা: এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মেলাকে ঘিরে গাঁজার দোকান এবং বিভিন্ন ধরনের মাদকের পসরা সাজানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেশাখোরদের আগমন ঘটে এখানে।
পরিবেশের ক্ষতি:
স্থানীয়দের কাছে জানা যায় মেলায় প্রচুর লোক সমাগত হওয়ায় লোকজনের তুলনায় পাবলিক টয়লেট কম থাকায় মানুষ বাধ্য হয়ে খোলামেলা স্থানে মলত্যাগ করে যা পরিবেশের জন্য ক্ষতিকর, এবং প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্য রাস্তাঘাট ও পুকুরের পানিতে পড়ে থাকে যা মেলা শেষ হওয়ার পর কতৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে দেখা যায় না।
বয়স্ক ও অসুস্থ লোকদের অসুবিধা:
এলাকাবাসী বলেন এই মেলা উপলক্ষে উচ্চ আওয়াজে মাইকে গান-বাজনা হয়, যা বয়স্ক ও অসুস্থ লোকদের জন্য অস্বস্তিকর।
স্থানীয় শিক্ষার্থীদের ক্ষতি: এলাকাবাসীর সূত্রে জানা যায় এই মেলা কে কেন্দ্র করে স্থানীয় সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয়। এবং বাসায় থাকলে ও পড়াশোনা করার মতো পরিবেশ থাকে না।
যোগাযোগে বিঘ্ন:
এলাকাবাসীর অভিযোগ এই মেলার কারণে জরুরী কোথাও যেতে প্রয়োজন হলে বা রোগীর জন্য যানবাহন পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় স্বাভাবিকের তুলনায় গুণতে হয় অতিরিক্ত টাকা। এবং মোবাইল ফোনে কথা বলার মত পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক পাওয়া যায় না বলে জানান স্থানীয়রা।
মাজার কমিটির বক্তব্য:
হজরত শাহসুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটার মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া জানান, “মাজারের বাউন্ডারির ভেতরে কোনো ধরনের খারাপ কাজের জায়গা নেই। এই অপকর্মগুলো কোথায় হয় সেই স্থান উল্লেখ করে আপনারা সংবাদ লিখেন। আমিও চাই ওরশ মাহফিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অশ্লীল-অশালীন অসামাজিক কার্যকলাপ না হয়। এগুলো বন্ধের জন্যে আমি কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করেছি। মাজার কমপ্লেক্স এরিয়ায় দেড় শতাধিক ভলান্টিয়ার কাজ করবে বলে জানান কতৃপক্ষ।”
প্রশাসন:
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, “বদরপুর গ্রামে প্রতি বছরই লেংটার মাজারকে কেন্দ্র করে ওরশ ও মেলা হয়ে থাকে। অনেক লোকজনেরও সমাগম হয়। অন্যান্য বছর কী হয়েছে জানি না, এ বছর চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনা স্পষ্ট। কোথাও আইন-শৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে সে লক্ষ্যেই মতলব উত্তর থানা পুলিশ কাজ করছে।”
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, “মেলাকে কেন্দ্র করে যাতে কোনোরকম চাঁদাবাজি, জুয়া, ছিনতাই, অশ্লীলতা, মাদক বিক্রি হতে না পারে সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করছে।”
এলাকাবাসীর দাবি:
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে এ বছর যেন মেলা বন্ধ রাখা হয়।আর না হয় মেলায় যেন কোনোভাবেই অনৈইসলামিক কার্যকলাপ যেমন গান-বাজনা অশ্লীল-অশালীন মাদক, জুয়া ও নারী ব্যবসা চুরি-ডাকাতি ছিনতাই না হয়। এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত হয় সেজন্য মেলায় প্রশাসনের নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।