যুক্তরাষ্ট্রে হঠাৎ রাস্তা দেবে ৮০ ফুট ব্যাসার্ধের গর্ত (ভিডিও)
ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওরিগন মহাসড়কের চার লেনের ভারী পরিবহন চলাচলের রাস্তায় চলছে দানবাকৃতির ট্রাক-ওয়াগন। এরমধ্যেই হঠাৎ রাস্তার মাঝখানে তৈরি হলো প্রায় ৮০ ফুট ব্যাসার্ধের এক গর্ত।
ভূমিকম্প নেই, বন্যা নেই কিন্তু রাস্তার মাঝের হঠাৎ তৈরি এ বিশাল গর্ত থেকে বেরিয়ে আসছে কাদাপানি।
শুনতে অদ্ভুত শোনালেও ভূতাত্ত্বিকদের তত্ত্বমতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির নিচের বালুর স্তর সরে গেলে এই অবস্থা তৈরি হতে পারে। এর আগেও গত ডিসেম্বর মাসে প্রবল বৃষ্টির পর যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে এমন বিশাল গর্ত তৈরি হয়েছিল।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই বিশাল গর্ত তৈরিতে কেউ আহত না হলেও, এই গর্ত পূরণে দরকার হবে ৬৫ হাজার ঘনফুট ধাতব পণ্য। এ ছাড়া ওই স্থান ভরাট না করলে একই জায়গায় আরো গর্ত তৈরির আশঙ্কা থাকে। এনটিভি