ভয়াবহ অবরোধের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ : বিএনপি

বিএনপি লোগো

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ থেকে কার্গো বিমানে মালামাল পরিবহণে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় দেশ ভয়াবহ এক অবরোধের মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করছে বিএনপি। দেশে গণতন্ত্রহীনতা ও জবাবদিহিতার অভাবে এ ধরনের ঘটনা ঘটছে বলেও দাবি করেছে দলটি।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় দেশের গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএসহ বিশেষজ্ঞরা। ৬০ শতাংশের বেশি পণ্য রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। এর মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাজ্য। স্বাভাবিক কারণেই যুক্তরাজ্যে পণ্য পরিবহণের নিষেধাজ্ঞায় আতঙ্কিত হয়ে পড়েছেন রপ্তানিকারক তথা ব্যবসায়ীরা।’

এ অবস্থা চলতে থাকলে রপ্তানিতে অশনিসংকেত দেখা দেবে এবং দেশের গার্মেন্টসসহ বিভিন্ন রপ্তানি খাত অনিশ্চয়তার মুখে পড়বে বলেও মনে করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিতে বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে যুক্তরাজ্যে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশি যাত্রীবাহী ফ্লাইটগুলোও। বিষয়টি আজকের বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে।’

তিনি আরো বলেন, ‘এর আগে বাংলাদেশ থেকে কার্গো বিমানে মালামাল পরিবহণে অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করেছে। বৃহস্পতিবারও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বীকার করেছেন, কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও জিএসপির সব শর্ত পূরণ সম্ভব হবে না। এটি মন্ত্রীর দায়িত্ব এড়ানো বক্তব্য। কারণ, তারা কোনো সীমা মেনে চলতে চান না।’

দেশের অর্থনৈতিক সেক্টরে ‘জোর যার মুল্লুক তার’-এর মতো অরাজক পরিস্থিতি চলছে, মন্তব্য করে রিজভী বলেন, ‘সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ঐক্যবদ্ধভাবে লুটপাটের অর্থনীতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে’।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের মধ্যে আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।