ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

ডেস্ক নিউজ:

কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত রামামূর্তি এলাকার কালকেরে হ্রদের কাছে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। ২৮ বছর বয়সী ও নারী বাংলাদেশি নাগরিক। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাঁকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

 

পুলিশের ভাষ্য, বাংলাদেশি ওই নারী শহরের এক অ্যাপার্টমেন্ট ভবনে গৃহকর্মীর কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কাজে গিয়েছিলেন। কিন্তু তারপর আর নিজ বাসায় ফেরেননি। গতকাল শুক্রবার সকালে কালকের হ্রদের এক পাড়ের এক নির্জন জায়গায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।