আইএমএফ‘র স্বীকারোক্তি: বিশ্ব অর্থনীতি ঝুঁকির মধ্যে
নিউজ নাইন ২৪ডটকম, ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্ব অর্থনীতি বর্তমানে খুব দুর্বল হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। বিবিসির খবরে বলা হয়, সম্পদের মূল্য কমে যাওয়ার কারণে এই নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।
চলতি সপ্তাহের পরে জি-২০ সম্মেলন চীনের সাংহাইতে হওয়ার কথা রয়েছে। এতে অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের থাকার কথা রয়েছে। ঠিক এই সময় আইএমএফ তাদের প্রতিবেদনটি প্রকাশ করল।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অর্থনীতির নেতিবাচক পরিবেশ বিশ্ব অর্থনীতিকে আরও খারাপ করে তুলেছে।
চীনের অর্থনীতি সাম্প্রতিক সময়ে বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি নিম্নগামী।
আইএমএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ব বাজারে অস্থিরতা, তেলের মূল্য কমে যাওয়া এবং ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভবিষ্যতে বড় ধরনের প্রকল্পগুলো বাধাগ্রস্ত হতে পারে। চলতি বছরে আইএমএফ তার পূর্বাভাসে বলেছিল, বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যেতে পারে। তবে ২০১৭ সাল নাগাদ অর্থনীতি ৩.৪% থেকে ৩.৬%-এ উন্নীত হবে। খবর: দ্য রিপোর্ট