বিশ্বের ৯০টিরও বেশি দেশে পাটজাত পণ্য রফতানী হয়

jute1

ঢাকা: বিশ্বের ৯০টিরও বেশি দেশে বাংলাদেশের পাটজাত পণ্য রফতানী হয় বলে সংসদে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক। সোমবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, দেশে উৎপাদিত পাটজাত পণ্য ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা, সিরিয়া, সুদান, ইরান, ইরাক, ইউরোপ, রাশিয়া, আমেরিকা ও কানাডাসহ বিশ্বের ৯০টিরও বেশি দেশে রফতানী করা হয়।
ইমাজ উদ্দিন আরো জানান, ২০১৪-২০১৫ অর্থবছরে বিজেএমসির কারখানাগুলোতে উৎপাদিত পাটজাত পণ্যের পরিমাণ ৯৫ হাজার ১৮১ মেট্রিক টন। সংসদকে তিনি আরো জানান, দেশে উৎপাদিত পাট থেকে অফিস আইটেম, ব্যাগ, গৃহসজ্জার পণ্য, জুতাসহ বিভিন্ন প্রকারের সুতলি তৈরি করা হয়।