বিমান ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ
নিউজ ডেস্ক:বিমান ছিনতাই চেষ্টাকারীর নাম মোহাম্মদ পলাশ আহমেদ । বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরিজপুর গ্রামে। বিমানের যাত্রী তালিকা অনুযায়ী সে অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রীছিল। তার নাম উল্লেখ ছিল আহমেদ/মো. পলাশ, তার সিট নম্বর ছিল ১৭ এ।
সোমবার দুপুরে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এসব তথ্য জানান। তিনি জানান, ব্যাবের ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পলাশের ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে ডাটাবেজের একজন অপরাধীর তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।