ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে ইসরাইলের দ্বারস্থ হয়েছে বিএনপি : হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার লোভে ইসরাইলের দ্বারস্থ হয়েছে।

তিনি বলেন, ‘যারা নিজেদের বাংলাদেশের ইসলাম ধর্মের ধারক বাহক বলে দাবি করেন তারাই ইসরাইলের সাথে হাত মিলিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ জনগণের কাছে যায় কিন্তু বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার লোভে ইসরাইলের দারস্থ হয়েছে।

হানিফ বৃহস্পতিবার কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক সাহাজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মতুর্জা খসরুসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, মুসলিম বিশ্বের শত্রু হিসেবে যে দেশ চিহিৃত তার হাত-পায়ে ধরে দারস্থ হতে হবে এমন হীন মানসকিতা ও লজ্জাজনক কর্মকান্ড শুধু বিএনপির হয়।