“বাবরি মসজিদ ভাঙা হিন্দুদের ঠিক হয়নি”- মনমোহন সিং
বাবরি মসজিদ নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছে বাবরি মসজিদ ভাঙ্গগায় হিন্দুদের ভুল হয়ছে।
গতকাল এবি বর্ধন নামক এক নেতার স্মরণসভার আয়োজন করা হয়েছিল যেখানে মনমোহন সিংকেউ আমন্ত্রণ করা হয়। এই অনুষ্ঠানে মনমোহন সিং ভাষণ দিতে গিয়ে নেতাকে স্মরণ করার সাথে সাথে এ কথাও বলে।
মনমোহন সিং বলে, বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল যারপর আমাদের সেকুলারিজমের উপর প্রশ্ন উঠেছিল এবং আমরা লজ্জিত হয়েছিলাম। মনমোহন সিং বলে সে ৬ ডিসেম্বর ১৯৯২ এর ঘটনাকে কোনোদিন ভুলতে পারবে না “বাবরি মসজিদ ভাঙা হিন্দুদের ঠিক হয়নি। ওই দিন এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আজও মনের মধ্যে ব্যাথা দিয়ে উঠে আসে বলে জানায় মনমোহন সিং।